ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চাঁদপুর দ্বাদশগ্রাম ইউনিয়নে আ’লীগ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ১৫, ২০১৮
চাঁদপুর দ্বাদশগ্রাম ইউনিয়নে আ’লীগ প্রার্থী বিজয়ী

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে নবগঠিত দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ হাজার ৮৩০ ভোট পেয়ে ইউনিয়নের প্রথম চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী মো. খোরশেদ আলম বকাউল নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল পেয়েছেন ১ হাজার ৭৩৬, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রব মিয়া (আনারস প্রতীক) ১ হাজার ৫৫৫ ও ওমর ফারুক (ঘোড়া প্রতীক) ৩৮১ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রির্টানিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়নমনি সূত্রধর।

এদিকে, দুপুর ১২টায় নির্বাচন বর্জন করে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মে ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।