ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী মোট ভোট পেয়েছেন ৭ হাজার ৩৫০। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়ারেচ আলী খান পেয়েছেন প্রায় ৪০০ ভোট।
মঙ্গলবার (১৫ মে) রাতে রির্টানিং কর্মকর্তা শাহিন শরিফ বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ নানা অভিযোগে নির্বাচন বর্জন করে পুনরায় ভোটগ্রহণের দানি করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ওয়ারেচ আলী খান।
তবে আওয়ামী লীগের আবুল বাশার খান দাবি করেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় হবে বুঝতে পেরে বিএনপির প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন।
জানা যায়, ইউনিয়নটিতে ৫ হাজার ৫৫৩ জন নারীসহ মোট ভোটার রয়েছেন ১১ হাজার ৪৭৩ জন। এর আগে সীমানা জটিলতার কারণে দুই দফায় এ ইউনিয়ন পরিষদ নির্বাচন বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, মে ১৬, ২০১৮
এমএস/এমএ