ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেসিসির স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোট ৩০ মে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, মে ১৮, ২০১৮
কেসিসির স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোট ৩০ মে নির্বাচনের দিনে একটি ভোটকেন্দ্র। ছবি: মানজারুল

খুলনা: জাল ভোট দেওয়া ও অনিয়মের অভিযোগে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে স্থগিত হওয়া তিন কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে আগামী ৩০ মে।

গত মঙ্গলবার (১৫ মে) অনুষ্ঠিত কেসিসি নির্বাচন চলাকালে সাধারণ ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২), ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, শনিবার (১৯ মে)  নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।