বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
ইসি সূত্র বলছে, আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে পরিপত্র জারি হলে এটি কার্যকর হবে। তবে আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগে এ সংশোধনী কার্যকর হওয়ার সম্ভাবনা কম।
ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, বৈঠকে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা বিধিমালার ১১টি সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে।
‘নির্বাচন কমিশন অনুসন্ধান করে দেখেছে সংসদ সদস্য পদটি লাভজনক পদ নয়। এ কারণে রাষ্ট্রের সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। যেকোনো সংসদ সদস্যই যেকোনো সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন। ’
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এমএ/