ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিটি নির্বাচনে প্রচারণা চালাতে পারবেন এমপিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মে ২৪, ২০১৮
সিটি নির্বাচনে প্রচারণা চালাতে পারবেন এমপিরা

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের (এমপি) প্রচারণার সুযোগ রেখে আচরণবিধিতে সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। 

বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

 

ইসি সূত্র বলছে, আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে পরিপত্র জারি হলে এটি কার্যকর হবে। তবে আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগে এ সংশোধনী কার্যকর হওয়ার সম্ভাবনা কম।  

ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, বৈঠকে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা বিধিমালার ১১টি সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে।

‘নির্বাচন কমিশন অনুসন্ধান করে দেখেছে সংসদ সদস্য পদটি লাভজনক পদ নয়। এ কারণে রাষ্ট্রের সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। যেকোনো সংসদ সদস্যই যেকোনো সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ