ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজশাহী-সিলেট-বরিশাল সিটি নির্বাচন ৩০ জুলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, মে ২৯, ২০১৮
রাজশাহী-সিলেট-বরিশাল সিটি নির্বাচন ৩০ জুলাই বক্তব্য রাখছেন সিইসি কেএম নূরুল হুদা। ছবি: বাংলানিউজ

ঢাকা:  রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ মে) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন।

সিইসি বলেন, তিন সিটির তফসিল আজকে ঘোষণা করা হলেও এর কার্যক্রম শুরু হবে ১৩ জুন থেকে।

 মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ জুন। আপিল ও আপত্তি জানানো যাবে ৩ থেকে ৫ জুলাই। ১ ও ২ জুলাই যাচাই-বাছাই হবে এবং প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই।  প্রতীক বরাদ্দ হবে ১০ জুলাই।

তিন সিটি নির্বাচনে এমপিরা প্রচারের সুযোগ পাবে কিনা- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আচরণবিধি এখনো সংশোধন হয়নি। সংশোধন হলে তখন বলা যাবে।

কে এম নুরুল হুদা বলেন, স্থানীয় এমপিরা প্রচারে অংশ নিতে পারবেন না। তবে, অন্য এমপিরা পারবেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ২৯, ২০১৮
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ