ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচন ২৫ জুলাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ১১, ২০১৮
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচন ২৫ জুলাই

হবিগঞ্জ: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচন।

সোমবার (১১ জুন) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন।

তিনি জানান, নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন ব্যবস্থাপনা-২ এর যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমানের পাঠানো এক চিঠিতে উপনির্বাচনের এ তারিখ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪ জুন, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২৬ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুলাই। আর ২৫ জুলাই অনুষ্ঠিত হবে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন আরো জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।  

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন তিনি।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতর আলী মিয়া নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে চার বার আজমিরীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তরুণ বয়সে তিনি ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ