ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিসিসি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
বিসিসি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুন) সকাল থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম নিচ্ছেন।  এর মধ্যে বিশেষ করে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা মনোয়ন ফরম নিয়েছেন।

গত ২৯ মে প্রধান নির্বাচন কমিশনার বরিশালসহ তিন সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা দেন। এরপর ১৩ জুন কাগজে-কলমে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়।

মনোনয়ন ফরম যারা নিয়েছেন তাদের মধ্যে কোনো প্রার্থী সরাসরি আবার কেউ প্রার্থীর পক্ষে নির্বাচন অফিসে এসেছিলেন।

প্রার্থীরা বলছেন, ফরম পূরণ করতে যাতে কোনো ভুল-ত্রুটি না হয় সেজন্য আগে থেকেই ফরম সংগ্রহ করছেন তারা।

জেলা নির্বাচন অফিসার হেলাল উদ্দিন খান বাংলানিউজকে বলেন, আজ থেকে ফরম নেওয়া শুরু করেছেন প্রার্থীরা। এখন পর্যন্ত মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র নিয়েছেন। তবে আজকে কোনো মেয়র প্রার্থী নয়; কাউন্সিলর প্রার্থীরাই মনোনয়ন ফরম নিয়েছেন। এটা চলবে ২৮ জুন পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ