ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জিসিসি নির্বাচন: ইভিএমে ভোট দেবেন ১৪৪২৫ ভোটার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জিসিসি নির্বাচন: ইভিএমে ভোট দেবেন ১৪৪২৫ ভোটার

ঢাকা: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে মোট ছয়টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ১৪ হাজার ৪শ’ ২৫ ভোটার যন্ত্রে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশনের জারি করা এক বিশেষ পরিপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। ইসি যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত ওই পরিপত্রে উল্লেখ করা হয়েছে- মোট ৬টি সাধারণ ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত দিয়েছে ইসি।

এগুলো হলো- ২৪ নম্বর সাধারণ ওয়ার্ডের চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এ কেন্দ্রের ভোটার সংখ্যা  ২ হাজার ৪ শ’ ৮০ জন।
 
একই ওয়ার্ডের মফিজ খান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ২ হাজার ৫শ’৫২ জন ভোটার এ সুযোগ পাচ্ছেন।
 
২৬ নম্বর সাধারণ ওয়ার্ডের মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (কেন্দ্র-১) ২ হাজার ৫শ’৬২ জন ভোটার একই বিদ্যালয়ের ২ নম্বর ভোটকেন্দ্রে ২ হাজার ৮শ’২৭ জন ভোটার ভোট দিতে পারবেন।
 
আর ২৮ নম্বর সাধারণ ওয়ার্ডের রানী বিলাসমনী বালক উচ্চ বিদ্যালয়ে (ভোটকেন্দ্র-১) ১ হাজার ৯শ’২৭ জন ভোটার এবং একই বিদ্যালয়ের ২ নম্বর ভোটকেন্দ্রে ২ হাজার ৭৭ জন ভোটার ইভিএমে ভোট দিতে পারবেন।
 
আগামী ২৬ জুন জিসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে প্রার্থীরা প্রচারণা শুরু করে দিয়েছেন। আগামী  ২৪ জুন রাত ১২টা পর্যন্ত তারা প্রচারণা করতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ