বৃহস্পতিবার (২১ জুন) থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু করবে সংস্থাটি।
বরিশাল সিটি নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, গত ১৩ জুন বরিশালসহ তিন সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় সব নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সামগ্রী অপসারণের নির্দেশনা জারি করে নির্বাচন কমিশন।
এদিকে, দুপুর পর্যন্ত মেয়র পদে বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি ও ইসলামী আন্দোলনের চারজন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এমএস/আরআইএস/