রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় ২০০৮ এর বিধি ৯(খ) অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে অব্যবহিত আগের পঞ্জিকা বছরের সংশ্লিষ্ট দলের আর্থিক লেনদেন একটি রেজিস্ট্রার্ড চাটার্ড অ্যাকাউন্টিং ফার্ম দিয়ে অডিট করিয়ে সে প্রতিবেদন নির্বাচন কমিশনে দাখিল করতে হবে।
আর কোনো দল পরপর তিন বছর এ হিসেব না দিলে তার নিবন্ধন বাতিলের বিধান রয়েছে নিবন্ধন আইনে।
এদিকে, পরপর তিন বছর ঘাটতিতে থাকার পর ২০১৬ সালে আয় বেড়েছিল বলে ২০১৭ সালে জানিয়েছিল বিএনপি। ২০১৬ সালের পঞ্জিকা বছরে দলটির আয় চার কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা। ব্যয় হয়েছিল তিন কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৭৫২ টাকা।
অন্যদিকে, ২০১৬ পঞ্জিকা বছরে চার কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা আয় দেখিয়েছিল ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। আর ব্যয় দেখিয়েছিল তিন কোটি এক লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। দলটির এক কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৯ টাকা উদ্বৃত্ত, আর ব্যাংকে মোট ২৫ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৪৪১ টাকা জমা ছিল বলেও কমিশনকে জানানো হয়েছিল।
বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, জুন ২০, ২০১৮
ইইউডি/টিএ