ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জিসিসি নির্বাচন: যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
জিসিসি নির্বাচন: যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা গাজীপুর সিটি করপোরেশন। ছবি: বাংলানিউজ

গাজীপুর: আগামী ২৬ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন।

এ উপলক্ষে আগামী ২৫ জুন (সোমবার) দিনগত রাত ১২টা থেকে ভোটের দিন অর্থাৎ ২৬ জুন (মঙ্গলবার) দিনগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় সব ধরনের (মহাসড়ক ব্যতীত) যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুন দিনগত রাত ১২টা থেকে বেবিট্যাক্সি, সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ ভ্যান, বাস, ট্রাক, টেম্পু, ইজিবাইক এবং নৌপথে লঞ্চ, ইঞ্জিনবোট, স্পিডবোটসহ সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ২৪ জুন (রোববার) দিনগত রাত ১২টা থেকে ভোটগ্রহণের পরের দিন অর্থাৎ ২৭ জুন (বুধবার) সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে রিটার্নিং অফিসারের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক টেলিযোগাযোগ ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলের ক্ষেত্রে এবং জাতীয় হাইওয়ে সমূহের উপর দিয়ে চলাচলরত যানবাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।  

গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, ১৯৮৩ সালের মোটর ভেহিক্যালস অধ্যাদেশের (১৯৮৩ সালের ৫৫ নং অধ্যাদেশ) ৮৮ ধারার ক্ষমতা বলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে যানবাহন চলাচলের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।