রোববার (২৪ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে ড. মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের প্রশাসন গাজীপুর সিটি নির্বাচনে ইন্টারফেয়ার করছে। প্রশাসনের যে দায়িত্ব তারা সেটা পালন করছে না। একজন ব্যক্তির জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক সেটা হতে পারে না।
‘আমরা গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদের প্রত্যাহার চেয়েছি। এই বিষয়টি নিয়ে আধা ঘণ্টার বেশি কথা বলেছি। ’
আরও পড়ুন>>
** নেতাকর্মীদের হয়রানির অভিযোগ বিএনপি মেয়র প্রার্থীর
ড. মঈন খান বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সেখানকার ভোটার সংখ্যা ১১ লাখ। নির্বাচন সুষ্ঠু না হলে এর প্রভাব সারাদেশে পড়বে এবং জাতীয় নির্বাচনও বাধাগ্রস্ত হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে আমরা সে বিষয়টি নিশ্চিতের দাবি জানিয়েছি। দলীয় কর্মীদের গ্রেফতারের মতো হয়রানি বন্ধেরও দাবি জানিয়েছি। ’
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করা নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব, সঠিকভাবে ক্ষমতা প্রয়োগ না করলে তাদের স্ট্যান্ড থাকে না। আর ভোট মানুষের মৌলিক অধিকার, এটি ইসিকেই নিশ্চিত করতে হবে।
প্রতিনিধিদলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
ইইউডি/এমএ