ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাজীপুরে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
গাজীপুরে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া  পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজ

গাজীপুর থেকে: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের দুটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্র দুটিতে প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। 

মঙ্গলবার (২৬ জুন) দুপুর ১২টার পরে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  

জানা যায়, সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় ৩৫ নম্বর ওয়ার্ডের কলমেশ্বর মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী মশিউর রহমান (ঘুড়ি) এবং মামুন মণ্ডলের (টিফিন বক্স) কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

 

শোডাউন নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করেন। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত রাখেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামছুল হক শিকদার।

তিনি বলেন, প্রায় ৪০ মিনিট ভোটগ্রহণ স্থগিত ছিল। পরে নির্বাচনে দায়িত্বরত সিনিয়র জুডিসিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম ভোটগ্রহণের নির্দেশ দেন। এখন ভোটগ্রহণ চলছে।  

এদিকে কলমেশ্বর মডেল উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হলেও বিবদমান দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকেরা বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন।
 
এদিকে করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডেও দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
ইএআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।