অভিযোগ করে তিনি বলেন, মঙ্গলবার (২৬ জুন) সকাল থেকে পর্যায়ক্রমে বিএনপি’র এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে কিছু সংখ্যক কেন্দ্রে এজেন্ট রয়েছে।
হাসান উদ্দিন বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচন কমিশনার ও প্রশাসনের সহায়তায় সরকার দলীয় প্রার্থী তার লোকজন দিয়ে এমন কাজ করছেন। নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নেওয়ার জন্য এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। ৪২৫টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় তিন ভাগের দুই ভাগ কেন্দ্রেই বর্তমানে বিএনপি’র এজেন্ট নেই। জনগণ তাদের পক্ষে না থাকায় ভোট ‘ডাকাতি’র জন্য তারা মেতে উঠেছে বলেও মন্তব্য করেন মেয়র প্রার্থী হাসান।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
আরএস/টিএ