মঙ্গলবার (২৬ জুন) বিকেলে নিবার্চন কমিশন ভবনে জিসিক নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ।
তিনি বলেন, আমরা গণমাধ্যমের প্রতিবেদন এবং আমাদের নিজস্ব পর্যবেক্ষকের মাধ্যমে যে তথ্য পেয়েছি তাতে ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বলে জেনেছি।
সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, একটা স্থানীয় সরকার নির্বাচনের মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলররা নির্বাচন করেন। তাদের দ্বন্দ্বের কারণে হয়তো ৯ কেন্দ্রে অনিয়ম হয়েছে। নির্বাচন কমিশন আগেই কর্মকর্তাদের বলেছিল কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। তাই ৯ কেন্দ্রে অনিয়ম বরদাস্ত করা হয়নি।
বিএনপির অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি ইসি সচিব বলেন, আমি এ সম্পর্কে কিছুই জানিনা।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
ইউইডি/এসএইচ