ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটারের আগ্রহ কমেছে গাজীপুরে

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
ভোটারের আগ্রহ কমেছে গাজীপুরে নির্বাচনের দিনে গাজীপুরের সড়ক। ছবি: শাকিল আহমেদ

গাজীপুর: সদ্যসমাপ্ত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ৫৭.০৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ২০১৩ সালে অনুষ্ঠিত এ সিটির করপোরেশনের প্রথম নির্বাচনে ভোট পড়েছিলো ৬৩ শতাংশ।

গাজীপুর সিটি নির্বাচনের রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ জুন) অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন এবং মহিলা ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।

এবারের নির্বাচনে ৬ লাখ ৪৮ হাজার ৭৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।  

২০১৩ সালে ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ জন এবং মহিলা ভোটার ছিল ৪ লাখ ৯৯ হাজার ১৬১ জন।  

গত নির্বাচনে ৩৯২টি ভোটকেন্দ্রে ৬ লাখ ২৪ হাজার ৩১১জন ভোটার ভোট দেন, যা মোট ভোটারের ৬৩ শতাংশ। ২০১৩ সালের ভোট অনুযায়ী এ বছর প্রায় ৬ শতাংশ ভোটার ভোট দেননি।

গাজীপুর সিটি করপোরেশন প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানকে ১ লাখ ৬ হাজার ৫৭৭ ভোটে পরাজিত করে মেয়র পদে নির্বাচিত হন বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মান্নান।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ২৭ জুন, ২০১৮ 
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ