গাজীপুর সিটি নির্বাচনের রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ জুন) অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন এবং মহিলা ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।
নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।
২০১৩ সালে ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ জন এবং মহিলা ভোটার ছিল ৪ লাখ ৯৯ হাজার ১৬১ জন।
গত নির্বাচনে ৩৯২টি ভোটকেন্দ্রে ৬ লাখ ২৪ হাজার ৩১১জন ভোটার ভোট দেন, যা মোট ভোটারের ৬৩ শতাংশ। ২০১৩ সালের ভোট অনুযায়ী এ বছর প্রায় ৬ শতাংশ ভোটার ভোট দেননি।
গাজীপুর সিটি করপোরেশন প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানকে ১ লাখ ৬ হাজার ৫৭৭ ভোটে পরাজিত করে মেয়র পদে নির্বাচিত হন বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মান্নান।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ২৭ জুন, ২০১৮
আরএস/এমজেএফ