মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে নিজের স্বাক্ষর করা হলফনামায় এ সব তথ্য উল্লেখ করেছেন মেয়র প্রার্থীর বদরউদ্দিন আহমদ কামরান।
মেয়র প্রার্থী কামরান হলফনামায় উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ২৪ লাখ ৯১ হাজার ৪০৩ টাকা।
তার বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। তবে অতীতে দায়ের করা ৪টি ফৌজদারি মামলার সব ক’টিতে অব্যাহতি পেয়েছেন তিনি।
অস্থাবর-সম্পদের মধ্যে নিজ নামে নগদ টাকা ৪ লাখ ৫৩ হাজার ৫৫২ টাকা, স্ত্রীর নামে নগদ ৮৪ হাজার ৩৩১, ব্যাংকে নিজের জমানো ১ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৯২৯ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ২ কোটি ৫ লাখ ৯৪ হাজার ২শ’ টাকা।
নিজের নামে না থাকলে স্ত্রীর বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র/স্থায়ী আমানতে বিনিয়োগ ১৪ লাখ ৫০ হাজার টাকা ও ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি জিপ আছে। নিজের ১ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণ, ৩ লাখ ৮৭ হাজার টাকার আসবাবপত্র এবং ২ লাখ ৪৬ হাজার ৪শ’ টাকার ইলেকট্রনিক সামগ্রী আছে। এছাড়া স্ত্রীর রয়েছে ১ লাখ ৪ হাজার টাকার স্বর্ণালঙ্কার, ৩৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৬০ হাজার টাকার আসবাবপত্র।
স্থাবর সম্পদের মধ্যে কামরানের নিজ নামে অকৃষি জমি ৪৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা, ১০ লাখ টাকার দোতালা দালান রয়েছে। স্ত্রীর নামে ৩১ লাখ ৪ হাজার ৮০১ টাকার কৃষি জমি, তিন কোটি ১৩ লাখ ৯৬ হাজার ৫৮৯ টাকার বাণিজ্যিক ভবন রয়েছে। সোনালী ব্যাংক লিমিটেড সিলেট সিটি করপোরেশন শাখায় ৬৮ লাখ ৮০ হাজার ২৮২ টাকা ঋণ রয়েছে এ সাবেক মেয়রের।
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এনইউ/ওএইচ/আরএ/