ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শপথ নিতে ঢাকায় খুলনার মেয়র ও কাউন্সিলররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
শপথ নিতে ঢাকায় খুলনার মেয়র ও কাউন্সিলররা

খুলনা: শপথ নিতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ঢাকায় অবস্থান করছেন।

বুধবার (০৪ জুলাই) বিকেলে মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে ৩১জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত কাউন্সিলর ঢাকায় পৌঁছেছেন। বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র নিজেই।

মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, বৃহস্পতিবার (০৫ জুলাই) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এবং শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০৩ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে শপথ সম্পর্কিত ফ্যাক্স বার্তা খুলনায় পৌঁছায়। খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ ফাক্স বার্তা পাঠানো হয়।

গত ১৫ মে কেসিসি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেসিসি নির্বাচনে মেয়র পদে তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। ভোটগ্রহণের এক মাস ৪ দিন পর গত ১৯ জুন কেসিসির নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।