সোমবার (০৯ জুলাই) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাধারণ আসনে ৬ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবে মেয়র বা সংরক্ষিত কাউন্সিলর পদ থেকে কেউ প্রত্যাহার করেননি।
সিলেট সিটি করেপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, মেয়র পদে ৯ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হলেও একজন আপিলে মনোনয়ন ফিরে পান।
এছাড়া সাধারণ কাউন্সিলর ১৩৭ প্রার্থীর মধ্যে বাছাইয়ের সময় ১০ জন বাতিল হলেও আপিলে ৬ জন মনোনয়নপত্র ফিরে পান। সংরক্ষিত কাউন্সিলরদের ৭ জনের মধ্যে ৬ জন মনোনয়নপত্র আপিলে ফিরে পান। সব মিলিয়ে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন প্রার্থী রয়েছেন।
সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বাংলানিউজকে বলেন, সোমবার শুধু সাধারণ কাউন্সিলর পদে ৬ প্রার্থী প্রত্যাহার করেছেন। এছাড়া অন্য কোনো পদে কেউ প্রত্যাহার করেননি।
তিনি বলেন, নির্বাচনে ১৯৬ জন বৈধ প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া প্রার্থীরা হলেন- ২৬ নং ওয়ার্ডে খছরু আহমদ, ২১ নং ওয়ার্ডে এনামুল হক, ২০ নং ওয়ার্ডে মিঠু তালুকদার, ১৪ নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম শামীম, ২৫ নং ওয়ার্ডে মুহম্মদ আফজাল হোসেন, ৮ নং ওয়ার্ডে মো. সিরাজুল ইসলাম।
আলীমুজ্জামান বলেন, আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক বলেছেন, প্রচারণার ক্ষেত্রে কামরান নেতাকর্মীদের নিয়ে সভা করছেন। প্রত্যুত্তরে তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এনইউ/জেডএস