রোববার (১৫ জুলাই) দুপুরে গণসংযোগের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খায়রুজ্জামান লিটন এ কথা বলেন।
তিনি বলেন, মহানগরে গ্যাস সংযোগের মাধ্যমে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়ন করতে চাই।
বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচনে পরাজয় অনুমান করতে পেরে বিএনপি মিথ্যাচার করছে। কেন্দ্রীয়ভাবে হয়তো তাদের শিখিয়ে দেওয়া হয়েছে, প্রতিদিন একটার পর একটা অভিযোগ দেওয়ার জন্য। তারা যে অভিযোগগুলো তুলেছে একটিও সঠিক নয় বরং আমার অনেক পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, বিলবোর্ড কেটে ফেলা হয়েছে। এ ব্যাপারে ইসিতে অভিযোগ দিয়েছ।
এদিকে, রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে বিকেল ৪টা থেকে ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন। এ সময় নগরের উন্নয়নের স্বার্থে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চান খায়রুজ্জামান লিটন।
বেলা ১১টায় মহানগরীর ১নং ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা মোড় থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত ও মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর কাঠালবাড়িয়া, রায়পাড়া, গুড়িপাড়া ক্লাবের মোড় হরগ্রাম পালপাড়া এলাকায় বিভিন্ন দোকানে, বাড়িতে ও পথচারীদের কাছে নৌকা প্রতীকে ভোট চান। এ সময় দলীয় নেতাকর্মীরা প্রচার মিছিল বের করেন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এসএস/এসএইচ