ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কামরানের বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
কামরানের বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রচারণায় আলোকসজ্জা

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আবারো আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করলেন ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

বুধবার (১৮ জুলাই) বিকেলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, নগরের শাহী ঈদগাহ আল্লাহু পয়েন্ট চত্বর এলাকায় আলোকসজ্জা সম্বলিত কাঠের তৈরি নৌকা বসানো হয়েছে।

যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

প্রকাশ্যে প্রধান সড়কের পাশে আলোকসজ্জা সম্বলিত কাঠের নৌকা সর্ব মহলের দৃষ্টি আকর্ষণ করলেও সংশ্লিষ্ট প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান আরিফুল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।