ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসিকে কলুষিত করতে দেওয়া হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
ইসিকে কলুষিত করতে দেওয়া হবে না বক্তব্য রাখছেন সচিব হেলালুদ্দিন আহমদ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে। এতে কোনো সন্দেহ নেই। অতীতে আমরা অনেক নির্বাচন করেছি। সামনের সবগুলোও শান্তিপূর্ণভাবেই হবে। কেউ নির্বাচন কমিশনকে কলুষিত করতে পারবে না।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আড়াইহাজার ও গোপালদী পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হেলালুদ্দিন বলেন, সামনে জাতীয় নির্বাচন। কমিশনকে কেউ যেনো কলুষিত করতে না পারে সে লক্ষ্যে আমরা পৌরসভাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে দেখছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা করণীয় তাই করা হবে। নির্বাচনে কেউ অনিয়ম করলে তাকে ছাড় দেওয়া হবে না।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমান, র‌্যাব ১১ এর অধিনায়ক (চলতি দায়িত্ব) মেজর আশিক বিল্লাহ, আড়াইহাজার পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের, গোপালদী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান, আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন, গোপালদী পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন, আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের মেয়র প্রার্থী সুন্দর আলী, বিএনপির মেয়র প্রার্থী পারভীন আক্তার, গোপালদী পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী এমএ হালিম সিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।