সোমবার (২৩ জুলাই) সকাল থেকে ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মেয়র পদে হাতি মার্কার নির্বাচনী প্রচারণা চালান মুরাদ মোর্শেদ। তার সঙ্গে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের মতিহার থানার নেতা-কর্মী ও স্থানীয়রা।
জনসংযোগে কেদুর মোড়, হাদীর মোড়, সাধুর মোড়, বাশার রোড ও সাগরপাড়ার বিভিন্ন মহল্লায় ও দোকানপাটে হাতি মার্কার পক্ষে প্রচারণা চালানো হয়। পরে বিকেলে তালাইমারী, রানীনগর, মোন্নাফের মোড়, বালিয়াপুকুর এবং ভদ্রা আবাসিক এলাকায় জনসংযোগ করেন এই তরুণ নেতা।
জনসংযোগের সময় এলাকাবাসী নানারকম সমস্যার কথা তুলে ধরে এসবের সমাধান চাইলে মুরাদ মোর্শেদ বলেন, অনেক প্রতিকূলতার ভেতরেও জনসাধারণের ভেতরে হাতি মার্কার পক্ষে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ ‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ এই স্লোগান ভীষণ পছন্দ করেছে এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে।
সব প্রার্থী নির্বাচন আচরণবিধি মেনে নির্বাচনে প্রচারের সমসুযোগ পেলে এবং সুষ্ঠু নির্বাচন হলে আসন্ন রাসিক নির্বাচনে হাতি মার্কা জয়ী হবে বলে আশা করেন মেয়রপ্রার্থী মুরাদ মোর্শেদ।
প্রচারণার সময় বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথসভায় মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এমজেএফ