ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিসিসি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঝুনু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
বিসিসি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঝুনু সংবাদ সম্মেলনে বশীর আহমেদ ঝুনু। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বশীর আহমেদ ঝুনু। 

বুধবার (২৫ জুলাই) সন্ধ্যায় নগরের দক্ষিণ আলেকান্দার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।  

হরিণ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেব বরিশালে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়েছেন।

আমি কেন্দ্রের সিদ্ধান্তকে মেনে নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রত্যাশী ছিলেন জাপা নেতা বশীর আহমেদ ঝুনু। তবে ইকবাল হোসেন তাপসকে লাঙ্গল প্রতীকের প্রার্থী ঘোষণা করায়। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ