তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মতিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৮৯৫ ভোট।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত চলে।
উলিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চিলমারী উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত অাসনটি।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৬ হাজার ৪৭৭ এবং মহিলা ১ লাখ ৮৬ হাজার ৫৯৮ জন।
মোট ১৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। এরমধ্যে গুরুত্বপুর্ণ কেন্দ্রের সংখ্যা ৬৯টি। বুথের সংখ্যা ছিলে ৭৬৭টি।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এফইএস/এসএইচ