ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আড়াইহাজারে দুই পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
আড়াইহাজারে দুই পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী উভয় পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বুধবার (২৫ জুলাই) রাতে দুই পৌরসভার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ফয়সল কাদের ও মো. শফিকুর রহমান বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
 
ঘোষিত ফলাফলে আড়াইহাজার পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে মো. সুন্দর আলী পেয়েছেন ১৩ হাজার ৩শ’ ৯৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে পারভীন আক্তার পেয়েছেন ২ হাজার ৩১৪ ভোট। এ পৌরসভায় মোট ভোটার ছিলেন ২০ হাজার ৭শ’ ৫৭ জন।  
 
গোপালদী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে এম এ হালিম সিকদার পেয়েছেন ১৮ হাজার ৮শ’ ২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে মুসফিকুর রহমান মিলন পেয়েছেন ৩ হাজার ১৬৩ ভোট। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিলো ২৮ হাজার ৩ শ’ ৮২ জন।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।