ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালুয়া ইউপিতে চেয়ারম্যান পদে শওকত বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
লালুয়া ইউপিতে চেয়ারম্যান পদে শওকত বিজয়ী

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শওকত হোসেন বিশ্বাস তপন (ঘোড়া) প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তি‌নি পেয়েছেন ৪ হাজার ৭৩৪ ভোট। তার নিকটতম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত জসিম উদ্দিন (পাখা) প্রতীক নিয়ে ৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

 

আওয়ামী মনোনীত বর্তমান চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা (নৌকা) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৭২। বিএনপি মনোনীত সজল বিশ্বাস (ধানের শীষ) প্রতীক নিয়ে ৪৫১ ভোট পেয়েছেন।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে।  নির্বাচনকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন (ইসি)।  

প্রিজাইডিং অফিসারদের দেয়া তথ্য মতে, ৯ হাজার ৭৫০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। লালুয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮১৫। এ নির্বাচনে চার জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারণ মেম্বার পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।  

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।