বরিশালের যুগ্ম জেলা জজ প্রথম আদালতকে নির্বাচনকালীন ট্রাইব্যুনালের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করা হয়েছে।
বুধবার (২৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মো. সেলিম মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিকের নির্বাচনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দায়ের করা নির্বাচনী দরখাস্ত গ্রহণ, শুনানি ও নিস্পত্তির লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন হয়েছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ধারা ৩৮ এর প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী ট্রাইব্যুনাল গঠিত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত অপর একটি নোটিশে বলা হয়েছে, ৫ সদস্য বিশিষ্ট গঠিত আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেলে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে প্রধান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এমএস/এসআরএস