ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিক নির্বাচনে প্রশিক্ষণ নিচ্ছেন ৩২০০ কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
সিসিক নির্বাচনে প্রশিক্ষণ নিচ্ছেন ৩২০০ কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা-ছবি-বাংলানিউজ

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোটগ্রহণে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 

নগরের মদন মোহন কলেজে বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

একইভাবে পরদিন শুক্রবারও (২৭ জুলাই) প্রশিক্ষণ চলবে।
 
দু’দিনে ৩ হাজার ২শ’ জন কর্মকর্তা নির্বাচনে ভোটগ্রহণ বিষয়ে প্রশিক্ষণ নেবেন। তাদের মধ্যে প্রিজাইডিং কর্মকর্তা ১৩৪ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৯২৬ জন এবং পোলিং কর্মকর্তা ১ হাজার ৮৫২ জন। এছাড়া ২৮৮ জন অতিরিক্ত হিসেবে প্রশিক্ষণ নেবেন।
 
দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মুখলেছুর রহমান, কমিশনের অন্য কর্মকর্তারা, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তাসহ অন্তত ৩৪ জন প্রশিক্ষক  হিসেবে থাকবেন।   
 
সিসিক নির্বাচনে তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দু’দিনের প্রশিক্ষণে প্রথমদিনে অর্ধেকের বেশি নির্বাচনী কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নিয়েছেন। বাকিরা পরদিন প্রশিক্ষণ নেবেন। এছাড়া ৩ হাজার ২শ’ কর্মকর্তার মধ্যে অতিরিক্ত হিসেবে ২৮৮ জনকে রাখা হয়েছে যাতে কারও অসুবিধা বা অসুস্থ হলে তাৎক্ষণিক তার পরিবর্তে দায়িত্ব দেওয়া যায়।
 
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ