বৃহস্পতিবার(২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বরিশালের ২৮ নম্বর ওয়ার্ডের ফিশারিরোডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
সরওয়ার বলেন, জনগণের মধ্যে যাতে শঙ্কা না হয় সেজন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই।
সরওয়ার আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থী বিষদগার করলেও আমি এসব বিষয়ে আগ্রহী নই। আমাদের কাছে প্রার্থী কোনো বিষয় নয়, আমাদের কাছে বিষয় হলো সরকার এবং প্রশাসন। আমরা খুব গভীরভাবে প্রচার- প্রচারণা চালাচ্ছি, যাতে সুষ্ঠু নির্বাচনের লক্ষে ভোটাররা ভোটকেন্দ্রে যায়। সরকারেরও চাওয়া উচিত যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং ভোটাররা ভোটকেন্দ্রে যায়। কিন্তু সরকার যদি চায় হয়রানি, কর্মীদের গ্রেফতার করবে, তবে সংশয় কাটবে কীভাবে?
সরওয়ার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে, তাদের মুভমেন্টও দেখছি। কিন্তু তাদের মুভমেন্টটা সব আমাদের ওপরে। তবে যে ধরনের ঘটনা হোক না কেন আমরা মাঠ ছাড়ব না। সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য মাঠে নামব, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করে যাব।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এমএস/এএটি