ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিসিসি নির্বাচনে কমিশনের ১২ পর্যবেক্ষক নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
বিসিসি নির্বাচনে কমিশনের ১২ পর্যবেক্ষক নিয়োগ বরিশাল নির্বাচন কমিশন ভবন/ফাইল ছবি

বরিশাল: বরিশাল সিটি করপোরশেন (বিসিসি) নির্বাচনে ১২ জন কর্মকর্তাকে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার।  

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার উপসচিব (চলতি দায়িত্ব) মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক নোটিশ সূত্রে জানা গেছে, ১২ সদস্যের ওই পর্যবেক্ষক কমিটিতে ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে উপ-প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা এম. মাজহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবীর, গোপালগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী, শরীয়তপুরের জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ জালাল উদ্দিন, মাগুরার জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেক, বরিশালের আগৈলঝাড়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান, পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.  ইউসুফ হারুন, মেহেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কবির উদ্দিন, বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. হাবিবুর রহমান, যশোরের অভয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ২৮ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।