শনিবার (২৮ জুলাই) দুপুরে নগরের তেলীহাওর এলাকায় জাপার প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানকে সঙ্গে নিয়ে নৌকা প্রতীকে জনগণের কাছে ভোট চান তিনি।
এ সময় পথচারী, রিকশাচালক ও সাধারণ মানুষের হাতে কামরানের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।
সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ২২-এর ১ উপ ধারা মতে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনী পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।
এর আগে কামরানকে নৌকা মার্কায় ভোট দিতে নগরের একটি অভিজাত হোটেলে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনেও অংশ নেন এহিয়া।
সংবাদ সম্মেলনে কামরানের পক্ষে জাপা নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি নগরের সব ক’টি ওয়ার্ডে ছক করে একাধিক টিমে বিভক্ত হয়ে জাপা নেতা-কর্মীরা প্রচারণা চালাবেন বলেও ঘোষণা দেন।
সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বাংলানিউজকে বলেন, কোনো সংসদ সদস্য নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। এক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘন হবে।
এহিয়া কোন এলাকায় প্রচারণা করছেন জানতে চেয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, আমরা তাকে নিষেধ করে দেবো।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এনইউ/এমএ