ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে শেষ শোডাউন আরিফের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
সিলেটে শেষ শোডাউন আরিফের গণসংযোগ করছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। ছবি: আবু বকর

সিলেট: সিলেটে নির্বাচনী শেষ শোডাউন করলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। 

শনিবার (২৮ জুলাই) বিকেলে প্রধান নির্বাচনী কার্যালয় মিতা কমিউনিটি সেন্টার থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি শোডাউন করেন।

এ সময় তিনি একটি প্রাডো জিপে চড়ে দু’হাত উচিয়ে রাস্তার দু’পাশের জনতার কাছে দোয়া চান।

তার সঙ্গে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।
 
নগরের শাহী ঈদগাহ আল্লাহু পয়েন্ট থেকে শুরু হওয়া শোডাউন আম্বরখানা, চৌহাট্টা পয়েন্ট, রিকাবীবাজার, তালতলা, জিন্দাবাজার পয়েন্টসহ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচনী প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়।
 
আরিফুলের শোডাউনে বিএনপির নেতাকর্মীসহ ১৯ দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
 
এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে নগরে ক্বীনব্রিজ সংলগ্ন সারদা হলের সামনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী শেষ জনসভা শুরু হয়েছে। সভায় অংশগ্রহণের জন্য নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।  
 
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ