ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিকে ঝুঁকিপূর্ণ যেসব কেন্দ্র

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
সিসিকে ঝুঁকিপূর্ণ যেসব কেন্দ্র সিলেট সিটি করপোরেশন ও নির্বাচন কমিশন।

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে রাত পোহালেই ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসবের জন্য এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি ইউনিট সমন্বিতভাবে চার স্তরের নিরাপত্তা দেবে ভোটের মাঠে। এরইমধ্যে মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবিসহ র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ছয় হাজার সদস্য।

মাঠে নেমেছেন ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরমধ্যে বিজিবি ১৬ জন ও র‌্যাব নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা টিম মাঠে থাকবে। পাশাপাশি নির্বাচন কমিশনের থাকবে ১১টি পর্যবেক্ষক টিম।

নগরে ১৩৪টি কেন্দ্রে ৯২৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়েছে নগর গোয়েন্দা শাখা। সে মোতাবেক ওই কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারের পরিকল্পনা নিয়েছে কমিশন।

ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রগুলোতে অধিক সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অবশ্য সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান বাংলানিউজকে বলেন, নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর অধিকাংশই কোতোয়ালিতে। এখানে ৬৭টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। দক্ষিণ সুরমা থানার আওতায় দু’টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের ছয়টি, জালালাবাদ থানা এলাকার একটি ওয়ার্ডের আটটি কেন্দ্রের চারটি, এয়ারপোর্ট থানা এলাকার চারটি ওয়ার্ডের ২৩টির মধ্যে ১১টি মোগলাবাজার থানা এলাকার একটি ওয়ার্ডের পাঁচটি, শাহপরাণ থানা এলাকার চারটি ওয়ার্ডের ১৯টি কেন্দ্রের মধ্যে ১৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো-সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা (পূর্ব পার্শ্ব ভবন) ও (উত্তর পার্শ্ব ভবন), মদন মোহন কলেজ (পুরান ভবন), দাঁড়িয়াপাড়া রসময় হাইস্কুল, মিরের ময়দান ব্লু  বার্ড স্কুল অ্যান্ড কলেজ (নতুন ভবন), আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় (পশ্চিম পার্শ্ব ১ম ও ২য় তলা), আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আম্বরখানা কলোনি সংলগ্ন (দক্ষিণ পার্শ্ব ভবন), খাসদরির সরকারি প্রাথমিক বিদ্যালয় (দক্ষিণ পার্শ্ব ভবন ১ম ও ২য় তলা), খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর পার্শ্ব), ইলেকট্রিক সাপ্লাই স্কলার্স হোম প্রিপারেটরি স্কুল, খাসদবির জামেয়া মাদিনাতুল উলুম দারুস সালাম (২য় তলা), চৌখিদেখিবিলাস কমিউনিটি সেন্টার ও আনোয়ারা মতিন একাডেমি (পূর্ব ও উত্তর পার্শ্ব), সুবিদবাজার পিটিআই (২য় ও ৩য় তলা), জালালাবাদ আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ (ভবন-২ নতুন), পীরমহল্লা গউছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা (পশ্চিম পার্শ্ব ভবন), নোয়াপাড়া সিটি মডেল স্কুল, ব্রাহ্মণশাসন বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় (উত্তর পার্শ্ব ভবন),মদন মোহন কলেজ কমার্স ফ্যাকাল্টি তারাপুর ক্যাম্পাস, পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় (পূর্ব পার্শ্ব ভবন ৩), পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় (পূর্ব পার্শ্ব ভবন-২), সিলেট ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজ এতিম স্কুল, বাগবাড়ি সমাজকল্যাণ কমপ্লেক্স (পশ্চিম পার্শ্ব ভবন), সুবিদবাজার আনন্দ নিকেতন (দক্ষিণ পার্শ্ব ভবন), জালালাবাদ মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঘাসিটুলা ডহর প্রাথমিক বিদ্যালয় (পূর্ব পার্শ্ব ভবন), মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ, মধুশহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২য় ও ৩য় তলা), ভাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (নিচতলা), লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখঘাট মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় (দক্ষিণ পার্শ্ব ভবন) ও ভবন-২, শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখঘাট সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, জামিয়া ইসলামিয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসা, মির্জা জাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সরকালি পাইলট উচ্চ বিদ্যালয় (দক্ষিণ পার্শ্ব ভবন), চালিবন্দর হাকিম বশিরুল হক ছাত্রাবাস ও ওষুধ প্রস্তুত ব্যবহারিক বিভাগ (পুরাতন সরকারি তিব্বিয়া কলেজ), দুর্গাকুমার পাঠশালা, শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ (পশ্চিমপার্শ্ব ভবন), মিরাবাজার কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক), তাঁতাপাড়া দি এইডেড হাইস্কুল, নয়াসড়ক কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় (উত্তর পার্শ্ব ভবন) ও (পূর্ব পার্শ্ব ভবন), কাজীটুলা কাজী জালালউদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় (নীচতলা), কাজিটুলা দি রয়েল এমসি একাডেমি, আম্বরখানা দরগা গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরাবাজার মডেলহাইস্কুল, কুমারপাড়া কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝরনারপাড়া (উত্তর পার্শ্ব ভবন), রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝেরঝেরিপাড়া (৩য় ও ৪র্থ তলা), শাহী ঈদগাহ হাজী শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব পার্শ্ব ভবন), রায়নগর বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমসি কলেজ, দেবপাড়া নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর পার্শ্ব ভবন) ও (দক্ষিণ পার্শ্ব ভবন), সাদিপুর সৈয়দ হাতিম আলী বিদ্যালয় (নীচতলা), কালাশীল চান্দুশাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবগঞ্জ স্কলার্স হোম প্রিপারেটরি স্কুল, শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয় (অডিটরিয়াম), শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয়, (দক্ষিণ পার্শ্ব ভবন) ও (মাধ্যমিক শাখা), মাছিমপুর আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব পার্শ্ব ভবন), মেন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম তলা, নতুন ও মূল ভবন, টুলটিকর গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেনিখোলা মৌরবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কায়েস্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভবন নং-১), কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (নিচতলা টিনশেডসহ), ঝালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাধুরবাজার সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠানপাড়া জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় (দক্ষিণ পার্শ্বেনতুন ভবন), গোটাটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ঝুঁকিপূর্ণ প্রতিকেন্দ্রে থাকবেন পুলিশ ২৪ জন ও সাধারণ ভোটকেন্দ্রে থাকবেন ২২ জন। সে হিসেবে ঝুঁকিপূর্ণ ৮০ ভোট কেন্দ্রে ১ হাজার ৯২০ জন ও সাধারণ ভোট কেন্দ্রে ১ হাজার ১৮৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।