ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিকে যেসব কেন্দ্রে ভোট দেবেন মেয়রপ্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
সিসিকে যেসব কেন্দ্রে ভোট দেবেন মেয়রপ্রার্থীরা

সিলেট: প্রচার-প্রচারণা নেই। নগরে নেই কোলাহল। এখন কেবল হিসাব-নিকাশের পালা। রাত পোহালেই ভোট উৎসব সিলেট নগরে। উৎসবে অংশ নেবেন নগরের ২৭টি ওয়ার্ডের ৩ লক্ষাধিক ভোটার। তাদের সঙ্গে ভোট দেবেন প্রার্থীরাও। বিশেষ করে ছয় মেয়রপ্রার্থী ভোট দেবেন তাদের বাসার পার্শ্ববর্তী কেন্দ্রে।

সোমবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় সিসিকের ১৪নং ওয়ার্ডের কালীঘাটস্থ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা)।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ওই কেন্দ্রে ভোট দেবেন।

 

এছাড়া সকাল ৮টায় সিসিকের ১৮ নং রায়নগরস্থ রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বিএনপি মনোনীত ধানের শীষে প্রতীকের ২০ দলীয় জোটের মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী। আরিফুল হকের পারিবারিক ও দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া নাগরিক ফোরামের ব্যানারে স্বতন্ত্র মেয়রপ্রার্থী নগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি) সকাল সাড়ে ৮টায় নগরের ১নং ওয়ার্ডের অন্তর্গত আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন (হাতপাখা) সকাল ৮টায় ২০নং ওয়ার্ডের শিবগঞ্জ সেনপাড়াস্থ নবীন চন্দ্র সরকারি প্রাথমিক কেন্দ্রে ভোট দেবেন।

সিপিবি-বাসদ মনোনীত মেয়রপ্রার্থী আবু জাফর (মই) ২২নং ওয়ার্ডের উপশরস্থ শাহজালাল উপশহর একাডেমি কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট দেবেন।

সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী মো. এহছানুল হক তাহের (হরিণ) নগরের ২নং ওয়ার্ডের দাঁড়িয়াপাড়া রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন সকাল ৮টায়। এসব মেয়রপ্রার্থীদের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরা এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ