সোমবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির মেয়রপ্রার্থী নগরের ১ নম্বর ওয়ার্ডের লাকুটিয়া সড়ক সংলগ্ন সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান।
মজিবর রহমান সরওয়ার এক ঘণ্টা ওই কেন্দ্রে অবস্থান করেন।
বিক্ষোভকারীদের দাবি বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার কেন্দ্রে ঢুকে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন এবং আওয়ামী লীগের নৌকা প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন।
ভোট বানচালের জন্যই আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা বিক্ষোভ করেছে দাবি করে মজিবর রহমান সরওয়ার জানান, তিনি ভোট দেয়ার জন্য যে কক্ষে প্রবেশ করেন সে কক্ষে ভোটার সংখ্যা খুঁজে না পেয়ে ভোটকেন্দ্রে তার দেরি হয়েছে। ৫০টি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এরপর নগরের কাউনিয়া মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ বেশকিছু কেন্দ্র পরিদর্শন করেছেন মজিবর রহমান সরওয়ার।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এমএস/এমজেএফ