তিনি বলেছেন, কামরান-আরিফ দু’জনেই নগরের উন্নয়ন করেছে, দু’জনেই ভালো প্রার্থী। তবে আমি নৌকা মার্কায়ই (কামরানের প্রতীক) ভোট দিয়েছি।
সোমবার (৩০ জুলাই) ১০টা ৫৫ মিনিটে নগরের দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অর্থমন্ত্রী।
নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে উল্লেখ করে মুহিত বলেন, এভাবেই চলতে থাকুক সারাদিন।
এসময় দিবা রানি নামে এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে অর্থমন্ত্রী বলেন, এই শহরে একটা গুণ্ডি আছে, দিবা রানি গুণ্ডি, আনারস প্রতীকের, সে যেন জিততে না পারে।
ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুহিত বলেন, যোগ্য এজেন্ট তো তারা দিতেই পারেনি, তাহলে বের করে দেওয়ার কথা আসে কোত্থেকে?
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এনইউ/এইচএ/