সোমবার (৩০ জুলাই) বেলা সোয় ১২টায় শহীদ আব্দুর রব বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশনের ৭০-৮০টি কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি।
‘আমি এরকম ভোট কখনও দেখিনি। হাত পা বেঁধে সাতার দেওয়া যায় না। মনীষাকে মারধর করা হয়েছে, জাপার তাপস, সিপিবি ও ইসলামী আন্দোলনের প্রার্থীও বলেছেন ভোট হয়নি। কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট নিয়ে নৌকায় ভোট দিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ ভোট দিতে পারছে না। ’
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান আক্তার শিরিন, বরিশাল জেলা দক্ষিণের সভাপতি এবায়েদুল হক চাঁনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনে চতুর্থবারের এ নির্বাচনে ১২৩টি কেন্দ্রের ৭৫০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৪টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৭৮টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে।
মোট ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটারের মধ্যে ১ লাখ ২০ হজার ৭৩০ জন নারী ও ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন পুরুষ। শেষদিকে এসে ৭ মেয়রপ্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু আওয়ামী লীগের মেয়রপ্রার্থীকে সমর্থন দেওয়ায় মাঠপর্যায়ে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৯১ জন ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরিশালে বিএনপি প্রার্থী সরওয়ারের নির্বাচন বর্জন
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এমএস/এএ