সোমবার (৩০ জুলাই) বেলা দেড়টার দিকে সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
এদিকে ৫২টি কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে উল্লেখ করে সিসিকের বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী দুপুর ২টার দিকে সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মদ।
এর আগে সকাল ৮টা থেকে তিন সিটি করপোরেশনের ভোটগ্রহণ শুরু। ব্যাপক ব্যালট ছিনতাই-জাল ভোটের অভিযোগ করেন তিন সিটির মেয়রপ্রার্থীরা।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এনইউ/এএটি