ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটগ্রহণ স্থগিতের দাবি বাসদ-জাপা প্রার্থীর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
ভোটগ্রহণ স্থগিতের দাবি বাসদ-জাপা প্রার্থীর ডা. মনীষা চক্রবর্তী ও ইকবাল তাপস

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখে পুনরায় তফসিল ঘোষণা করে নতুন নির্বাচন দাবি জানিয়েছেন লাঙল প্রতীকের মেয়রপ্রার্থী ইকবাল তাপস।

সোমবার (৩০ জুলাই) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্তে একটি লিখিত আবেদনও করেছেন জাতীয় পার্টির বহিষ্কৃত এ নেতা।

ইকবাল হোসেন পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করেন, অত্যন্ত দুঃখের বিষয় সকাল থেকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সব কেন্দ্র পরিদর্শন করে দেখেছি বহিরাগত আওয়ামী লীগের লোকজন প্রশাসনের সহায়তায় মেয়রপ্রার্থীর ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় সিল দিচ্ছে।

একইসঙ্গে আমাদের সব পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।

এমতাবস্থায় সকাল ১০টা পর্যন্ত যে সব ভোটগ্রহণ করা হয়েছে তা বাতিলসহ ১২৩টি কেন্দ্রে ভোট স্থগিত রাখার জন্য অনুরোধ করছি। একইসঙ্গে পুনরায় তফসিল ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি।

একইসঙ্গে সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের দাবি জানিয়েছেন বাসদের মেয়রপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। নয়তো বিকেলে ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা তিনিও দেবেন বলে জানান।

এদিকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে ভোট কারচুপির অভিযোগ করেন বিএনপি, বাসদ, সিপিবি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থীরা।  

দুপুর ১২টার পর পর থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবাইদুর রহমান মাহবুব ও সিপিবির মেয়রপ্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।