ফলাফলে মাত্র ১৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। তিনি ভোট পেয়েছেন ৭৩ হাজার ৫৮০ ভোট।
নাগরিক ফোরামের প্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের ৮ হাজার ৫৩২ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
সোমবার (৩০ জুলাই) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।
এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। আওয়ামী লীগের প্রার্থী কামরান সুষ্ঠু ভোটের দাবি করে জয় পাওয়ার প্রত্যাশা করেছেন।
আরো পড়ুন>>
** সিলেটে কামরান-আরিফুলের হাড্ডাহাড্ডি লড়াই
বিভিন্ন কেন্দ্রে জাল ভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এমনকি কেন্দ্র দখল নিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সেমর্থকদের মধ্যে গুলির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি ১৩২ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এনইউ/আরআইএস/এমএ