বুধবার (১০ অক্টোবর) ইসির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে অবার্থার দিনভর বৈঠক করে। এতে এক পর্যায়ে সমঝোতা হয় নির্বাচন কমিশন ২৬ মিলিয়ন ডলার বা ২২০ কোটি টাকা ফেরত দেবে।
এ বিষয়ে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) বা স্মার্টকার্ড প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বাংলানিউজকে বলেন, দু’পক্ষের মধ্যে আলোচনার পর সমঝোতা হয়েছে। এক্ষেত্রে ২৬ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে।
অবার্থার সময়মত স্মার্টকার্ড দিতে না পারায় নির্বাচন কমিশন চুক্তির মেয়াদ না বাড়িয়ে বরং তা বাতিল করে। বর্তমানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে স্মার্টকার্ড তৈরি করে নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে সংস্থাটি।
এদিকে চুক্তি বাতিলের পর থেকেই ইসির কাছে বিভিন্ন খাত দেখিয়ে অর্থ পরিশোধের দাবি জানাচ্ছিল অবার্থার। প্রথমে ৫৬ মিলিয়ন ডলার, পরে ৪১ মিলিয়ন ডলার দাবি ছিল তাদের।
নির্বাচন কমিশন বুধবারের বৈঠকে অবার্থারের শর্তভঙ্গের বিষয়টি তুলে ধরে ২৬ মিলিয়ন ডলার পরিশোধের সমঝোতা করে।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদাসহ ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাও বৈঠকে উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
ফরাসি প্রতিষ্ঠান বাদ, স্মার্টকার্ড তৈরি করছে ইসি
স্মার্টকার্ড: ফরাসি কোম্পানি জরিমানা দিলো ৩৫০ কোটি
মামলার মুখে স্মার্টকার্ডে ব্যর্থ ফরাসি কোম্পানি
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
ইইউডি/এমজেএফ