ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মঙ্গলবার ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকে বসছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
মঙ্গলবার ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকে বসছে ইসি জাতীয় ঐক্যফ্রন্ট

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) বৈঠকে বসবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সোমবার (২৯ অক্টোবর) বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম)ব্যবহার বন্ধের দাবিসহ জাতীয় ঐক্যফ্রন্ট উত্থাপিত বিভিন্ন দাবি নিয়ে আলোচনায় বসবে প্রতিনিধি দলটি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।