শনিবারের (০৩ নভেম্বর) মূলতবি বৈঠকের সিদ্ধান্ত আসার কথা রয়েছে এতে।
নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে চার নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার বলেছেন, রোববারের (০৪ নভেম্বর) সভায় সংসদ নির্বাচনের তফসিল কবে হবে, ইভিএম বিধিমালা চূড়ান্তকরণ ও জাতীয় ঐক্যফ্রন্টের দাবির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে তফসিল নাও হতে পারে। এক্ষেত্রে বৈঠক শেষে তফসিল ঘোষণার তারিখ গণামাধ্যমে জানানো হতে পারে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ইইউডি/জেডএস