বুধবার (০৭ নভেম্বর) বেলা ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব (জনসংযোগ) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, বুধবার বৈঠক হবে।
ঐক্যফ্রন্ট ৫ নভেম্বর বৈঠক করে নির্বাচনের তফসিল প্রধানমন্ত্রীর সংলাপের ফলাফল জানার পর ঘোষণা এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে সিরিয়াস না হওয়ার দাবি করেছে। যুক্তফ্রন্টের সঙ্গেও বৈঠকে বসছে ইসি।
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যফ্রন্ট এরইমধ্যে সংলাপ করেছে। ঐক্যফ্রন্টের সঙ্গে ৭ নভেম্বর আবারও বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। এরপর আর কোনো সংলাপ হবে না এবং সংলাপের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আসবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্বাচন কমিশন তফসিল দিয়ে ৪৫ দিনের কাছাকাছি তথা ২০ ডিসেম্বর কাছাকাছি ভোগ্রহণের পরিকল্পনা নিয়েছে। সংবিধান অনুয়ারি আগামী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনের ভোটগ্রহণে বাধ্যবাধকতা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
ইইউডি/জেডএস