রোববার (২ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির নির্বাচন পরিচালন কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম সাংবাদিকদের এমন কথা জানান।
তিনি বলেন, আমরা চাই সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ এবং সবার অংশগ্রহণে একটা নির্বাচন, যেটা গ্রহণযোগ্য হবে।
বিদেশি পর্যবেক্ষ আসতে নিরুৎসাহিত করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, না। আমরাই বলেছি বিদেশিরা আসতে পারে। কিন্ত বিদেশিরা অনেক সময় সাংবাদিক সেজে আসে, হঠাৎ করেই বলে আমি একজন পর্যবেক্ষক। এই ধরনের যাতে না ঘটে। আচরণবিধি অনুযায়ী যেই আসুক, দেশি-বিদেশি যিনিই থাকবেন নির্বাচনে, বাংলাদেশের আইন মেনে চলতে হবে। এটি আমাদের সার্বভৌমত্বের ব্যাপার।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে কী পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। বলুন? তারা দেখে গেছে, পর্যবেক্ষণ করে গেছে এবং বলেছে, বাংলাদেশে সুষ্ঠু-সুন্দর নির্বাচন করা চমৎকার পরিবেশ আছে। অতএব এখানে পর্যবেক্ষ পাঠানোর প্রয়োজন নেই।
খালেদার মনোনয়নপত্র বাতিলের বিষয়ে এইচটি ইমাম বলেন, এটা তো নির্বাচন কমিশনের বিষয়। রিটার্নিং কর্মকর্তার ব্যাপার এবং সুপ্রিম কোর্টের ব্যাপার। এরমধ্যে আমি কোনো মন্তব্য করবো না।
এটা কি শুধুই রিটার্নিং কর্মকর্তার বিষয়, এতে কী লেবেল প্লেয়িং ফিল্ড থাকে-এ প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটা কিন্তু রাজনৈতিক দলের প্রধানের বিষয় নয়। এটা একটি দণ্ডিত ব্যক্তির বিষয়। এখানে আইনের কোনো ব্যত্যয় নেই। সবার জন্যই এটা প্রযোজ্য।
এ সময় দলটির আরেক নেতা কর্নেল (অব.) ফারুক বলে, এটা সবার জন্য সমান। কেননা, আইন সবার জন্য এক। দলের প্রধান হলেও কোনো ব্যক্তির জন্য আইন আলাদা হবে না। আমি তো মনে করি এই প্রশ্নের উত্তর হচ্ছে-এতে প্রমাণিত হয় যে, বাংলাদেশের লেবেল প্লেয়িং গ্রাউন্ড আছে। সবার জন্য আইন। দ্যাট ইজ লেবেল প্লেয়িং গ্রাউন্ড।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
ইইউডি/আরআর