শনিবার (৮ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হেলিকপ্টার ব্যবহারের মাধ্যমে রাঙামাটির ২০৩টি কেন্দ্রের মধ্যে ২১টি দুর্গম পাহাড়ি ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো হবে।
এলাকাগুলো হলো- বাঘাইছড়ি উপজেলার দোসর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, নিউ লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বরকল উপজেলার মধ্যে সিএমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জুড়াছড়ি উপজেলার মধ্যে শৈয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বস্তিপাড়া ফরেস্ট ভিলেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরকলক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগাখালী নিম্ন মাধ্যমিক বেসরকারি বিদ্যালয়।
বিলাইছড়ি উপজেলার মধ্যে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইমংছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাংজাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাঙামাটির ২১টি ভোটকেন্দ্র খুবই দুর্গম এলাকায় পড়েছে। এসব ভোটকেন্দ্রগুলোর সঙ্গে সড়ক পথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। তাই দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে দুর্গম ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে জেলা নির্বাচন অফিস।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
জিপি