ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

হবিগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
হবিগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ সভা। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জ-৪ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের বাচ্চুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। সিদ্ধান্ত পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সলকে প্রার্থী ঘোষণার দাবি জানান তারা। অন্যথায় গণ পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। 

রোববার (৯ ডিসেম্বর)  উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী খাঁনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-পৌর বিএনপির আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনি, মো. মাসুক রহমান, গোলাপ খান, উপজেলা বিএনপির সহ সভাপতি আরজু মিয়া মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, পারভেজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, যুবদলের সভাপতি এনায়েতউল্লাহ, সাধারণ সম্পাদক কবির চৌধুরী প্রমুখ।

বক্তারা ঐক্যফ্রন্ট প্রার্থী আহম্মদ কাদের বাচ্চুকে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, জনবিচ্ছিন্ন ও এলাকায় অপরিচিত এক লোককে মনোনয়ন দেওয়া হয়েছে।  

অপরদিকে সৈয়দ মো. ফয়সল দীর্ঘদিন ধরে মাঠে থেকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন। ত্যাগী এই নেতাকে মনোনয়ন না দেয়ায় দলীয় নেতাকর্মীদের মনে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কাদের বাচ্চুকে অবাঞ্ছিত ঘোষণা অন্যতায় গণ পদত্যাগের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।