ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনায় ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
খুলনায় ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার প্রতীকী

খুলনা: খুলনার ছয়টি সংসদীয় আসনে বিএনপি, মুসলিম লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৯ জন প্রার্থী  মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তারা হলেন: খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল (স্বতন্ত্র প্রার্থী), গৌরাঙ্গ প্রসাদ রায় (ওয়াকার্স পার্টি); খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে এস এম ইসলাম আলী (বাংলাদেশ মুসলিম লীগ); খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে আ ফ ম মহসীন (জেএসডি); এস এম আরিফুর রহমান মিঠু (বিএনপি); খুলনা-৪ (দিঘলিয়া- রূপসা-তেরখাদা) আসনে শরীফ শাহ কামাল তাজ (বিএনপি), এস এম সাখাওয়াত হোসাইন (খেলাফত মজলীস), মল্লিক হাদিউজ্জামান (জাতীয় পার্টি) ও খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনে মো. আইয়ুব আলী (জেএসডি)।

রোববার (০৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ