ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

যশোরে ১৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
যশোরে ১৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

যশোর: যশোরের ছয়টি আসনে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (৯ ডিসেম্বর) এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুল আওয়াল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন- যশোর-১ (শার্শা) আসনে আবুল হাসান জহির (বিএনপি)।

যশোর-২ (চৌগাছা ও ঝিকরগাছা) আসনে অ্যাডভোকেট ইসহাক (বিএনপি), অ্যাডভোকেট এনামুল হক (ন্যাপ), অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির (আওয়ামী লীগের স্বতন্ত্র)।

যশোর-৩ (সদর) আসনে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু (বিএনপি), অ্যাডভোকেট রবিউল আলম (জাসদ, ইনু)।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে ফারাজী মতিয়ার রহমান (বিএনপি), তানিয়া রহমান (বিএনপি), ইকবাল কবির জাহিদ (ওয়ার্কার্স পার্টি), আব্দুস সালাম (জেএসডি, রব)।

যশোর-৫ (মণিরামপুর) আসনে গাজী এনামুল হক (স্বতন্ত্র)।

যশোর-৬ (কেশবপুর) আসনে আব্দুস সামাদ বিশ্বাস (বিএনপি), অধ্যাপক মোক্তার আলী (জামায়াতের স্বতন্ত্র)।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।